ঠাকুরগাঁও প্রতিনিধি: “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর, ২০২৪) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন। তিনি সড়ক নিরাপত্তার গুরুত্ব এবং দুর্ঘটনা হ্রাসের জন্য জনসাধারণের ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, যিনি সড়ক দুর্ঘটনার পরিণাম এবং এর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিশদ পর্যালোচনা করেন। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাফিউল ইসলাম এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস সড়ক অবকাঠামো উন্নয়ন এবং সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর সড়ক পরিবহণ আইন ও এর বাস্তবায়নের উপর আলোকপাত করেন এবং বাস মালিক সমিতির সদস্য ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সাথে একত্রে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক ব্যবস্থাপনা ও সঠিক পরিবহণ আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের ওপর জোর দেন। এর পাশাপাশি, শ্রমিক ও মালিকদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়াস চালানো হয় এবং আগামীতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/