ঠাকুরগাঁও প্রতিনিধি : ৭.৬ মেগাওয়াট সোলার (সৌর) বিদ্যুৎ প্লান স্থাপনের লক্ষ্যে “নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ শীর্ষক” পাবলিক কনসালটেশন সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নেসকো’র তত্বাবধায়ক প্রকৌশলী হাসিবুর রহমানের সভাপতিত্বে ইএসডিও প্রধান কার্যালয়, গোবিন্দনগর ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) এই সভার আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন নেসকো’র প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল, তত্বাবধায়ক প্রকৌশলী মোছাদ্দেক কবির, নির্বাহী প্রকৌশলী বজলুর রহমান, আনিসুর রহমান, সিরাজুল ইসলামসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে সোলার (সৌর) বিদ্যুৎ প্লান স্থাপনের ফলে এর ভালো দিক এবং মন্দ দিক সমূহ তুলে ধরা হয়। তবে বক্তারা জানান সোলার (সৌর) বিদ্যুৎ প্লান স্থাপন করা হলে কোন কার্বন ছাড়াই, পরিবেশ সম্মত, কৃষি জমির কোন ক্ষতি হবে না বলে মতামতা ব্যক্ত করেন তারা।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/