স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ে রিক্সা, অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) পৌর শহরেরর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মুন ষ্টুডিও’র সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা যে ৫ দফা দাবী তুলে ধরেন তা হলো-
– পৌর এলাকায় নির্ধারিত অটো রিকশার স্ট্যান্ড গুলোতে স্থাপিত অবৈধ দোকান পাট উচ্ছেদ করতে হবে।
– রিক্সা, অটো রিক্সা মালিকানা ফি গেজেটে প্রকাশিত ফি নির্ধারণ করতে হবে।
– পৌর এলাকার রাস্তা দ্রুত সংস্কার করতে হবে।
– ঠাকুরগাঁও শহর যানজট মুক্ত নিরাপদ সড়ক চাই।
-ওএমএসএস এর ৩০ টাকা দরের চাল ২৫ টাকা দরের আটা শ্রমিকদের স্বার্থে বিকাল ৩ ঘটিকা থেকে বিক্রয় করতে হবে।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা রিক্সা, অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আইনজীবী আশিকুর রহমান রিজভী, সাধারণ সম্পাদক জাভেদ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/