নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।
সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে বাংলাদেশের কাঁঠালডাঙ্গী সীমান্তে এবং ভারতের নারগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোকলেসুর রহমান (২৮) হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জহুরুল ইসলাম (২৬) একই গ্রামের আব্দুল বাসেদের ছেলে।
গেদুরা ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন গুলি বিদ্ধ মোকলেসুর রহমান চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে মারা যায়। অপরদিকে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে ইসলামপুর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্থানীয়রা জানায় তারা সকলে চোরাবারি দলের সদস্য।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বলেন আমরা এক জনের তথ্য পেয়েছি, যার মরদেহ ময়না তদন্তের ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে এবং একটি মরদেহ খুব দ্রুত ফেরত দেওয়া হবে বলে তারা জানিয়েছেন।
https://slotbet.online/
I like this web blog it’s a master piece! Glad I found this ohttps://69v.topn google.Money from blog