ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে গার্লস মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম এলাকায় প্রিয়া জুয়েলার্স এর সৌজন্যে ও মুগ্ধ বিউটি মেকওভার এবং রয়েল ক্যাফে এন্ড বুফে হাউজের সহযোগিতায় একটি রেস্টুরেন্টে নারীদের নিয়ে এই গার্লস মিটআপ অনুষ্ঠিত হয়।
এই মিটআপ অনুষ্ঠানে এক শতাধিক নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এরপর সেখানে ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন প্রিয়া জুয়েলার্স এর পরিচালক প্রীতম রায়, মুগ্ধ বিউটি মেকওভারের স্বত্বাধিকারী সুমি আক্তার, রয়েল ক্যাফে এন্ড বুফে হাউজের পরিচালক সোহেল, ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি জয় মহন্ত অলক, অনলাইন উদ্যোক্তা পরিবারের গ্রুপ মডারেটর সুবর্না রায়সহ অন্যান্যরা।
এ সময়ে ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতু জানান অনলাইন উদ্যোক্তা পরিবার জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত অসংখ্য নারীর উদ্যোক্তা তৈরি করেছে। এই নারী উদ্যোক্তারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিজনেস করে আসছে। কম বয়সী ও মাঝ বয়সী নারীরা ঘরে বসে স্বাবলম্বী হতে পারে সেই দিকটা নিয়ে কাজ করে যাচ্ছি।
আলোচনা সভা শেষ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। অনলাইন উদ্যোক্তা পরিবারের পাশে থেকে সহযোগিতা করায় উদ্যোক্তা পরিবারের পরিচালক ও তিনজন অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
https://slotbet.online/
com 20 E2 AD 90 20Buy 20Viagra 20Herbal 20 20Female 20Viagra 20Name 20In 20Nepal buy viagra herbal At the time of the bombings, Tsarnaeva was living in West New York, N priligy tablet In Proceedings of the Annual Meeting of the American Association for Cancer Research 2020; 2020 Apr 27 28 and Jun 22 24
uo2bn9
It may exert several neuroprotective effects on the aging brain, including inhibition of ОІ amyloid plaque formation, stimulation of cholinergic activity, reduction of oxidative stress related cell damage, and protection against vascular risk buy clomid online reviews megalis rosuvastatin 5 mg fenofibrate 160 mg Obama summoned congressional leaders from both parties tothe White House on Wednesday evening but failed to bridge thegap, with both sides reiterating their positions and accusingeach other of intransigence
a1zv4w
I real pleased to find this internet site on bing, just what I was searching for : D also saved to my bookmarks.
Those are yours alright! . We at least need to get these people stealing images to start blogging! They probably just did a image search and grabbed them. They look good though!