ঠাকুরগাঁও প্রতিনিধি: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জবেদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রাপ্তি সারোয়ার। আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের অধিকার নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।” বক্তারা আরও বলেন, সরকার শিশুদের সুরক্ষায় ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এবং এসব কার্যক্রম বাস্তবায়নে সমাজের সকল স্তরের সহযোগিতা প্রয়োজন।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ইভেন্টে ৪২ জন বিজয়ী প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর মধ্যে প্রবন্ধ লেখা, চিত্রাঙ্কন, গল্প বলা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এর আগে, সরকারি শিশু পরিবার (বালিকা) মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিশুদের পরিবেশনায় নাচ, গান এবং নাটক উপস্থাপন করা হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের সৃজনশীলতা এবং প্রতিভার প্রকাশ ঘটায় এবং উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এ রাজা /টাঙ্গন টাইমস
https://slotbet.online/