খুলনা ব্যুরো : খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক বলেছেন, সাংবাদিকরাই সবচেয়ে বড় তারকা। আমাদের সমাজে যত বড় বড় তারকা দেখেন না কেনো, সবচেয়ে বড় তারকা হলো সাংবাদিকরা। একজন সাংবাদিককে সমাজ ও রাষ্ট্রের সবকিছু সম্পর্কে সঠিক তথ্য জানতে হয়। অন্য কোনো পেশার মানুষদেরই সবকিছু সম্পর্কে জ্ঞান বা ধারণা রাখতে হয়না।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩ টায় খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ফটো সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশা আপনাকে আকাশচুম্বি সম্মান অর্জনের সুযোগ দেবে। গণমাধ্যমকর্মীরাই দেশ ও জাতির অন্যতম স্তম্ভ। দেশ ও জাতির কল্যান ও মঙ্গলের স্বার্থে গণমাধ্যমকর্মীদের সত্যতা, নিষ্ঠতা ও দায়বদ্ধতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠতার মাধ্যমে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ও বিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য বাপ্পী খান ও সংগঠনের নব- নির্বাচিত সাধারণ সম্পাদক আর জি উজ্জল।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য দিদারুল আলম, মিজানুর রহমান মিল্টন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক নেতা রাশিদুল ইসলাম।
এছাড়াও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সমন্বয়ক সাংবাদিক নেতা হাসান হিমালয়সহ অনেকে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/