• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন-তারেক রহমান

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

খুলনা ব্যুরোঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের যে কোনো নির্বাচন থেকে আগামী জাতীয় নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে; তাই কেউ যদি কোন ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সকল নেতাদের ভুল শুধরে নিয়ে জনগনের পাশে থাকার আহবান জানিয়েছে তিনি বলেন, জনগনকে সাথে রাখুন, জনগনের সাথে থাকুন।

সোমবার (০২ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিভাগীয় বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা’ বিষয়ে খুলনা ও ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা এ প্রশিক্ষক কর্মশালায় অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করবো। ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের মা বা স্ত্রীর নামে। এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে। যা প্রতি মৌসুমে কৃষকের সার-বীজ বা আর্থিক সহযোগিতা প্রাপ্তিতে সহযোগিতা করবে।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা ক্ষমতায় যায়নি, যাবো কিনা জানি না। তখনই ক্ষমতায় যেতে পারবো, যখন জনগনের সমর্থন পাবো। নেতাকর্মীদের সকল কর্মকান্ড হচ্ছে বিএনপির আগামীদিনের ভবিষ্যৎ।

তিনি বলেন আগামী দিনে এমন হতে হবে যাতে জনগন আপনার সাথে থাকে, বিএনপির সাথে থাকে। দলকে রক্ষা করা, সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব সকলের। আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে।জনগনের সঙ্গে থাকুন, জনগনকে সঙ্গে রাখুন। বাংলাদেশের জনগনের আস্থা বিএনপির উপর আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমাদের সকলের।

তারেক রহমান বলেন, দেশ সকল মানুষের জন্য। গত কিছুদিন সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলছে। গত ৫ মাস আগেও তারা বলেনি। কিন্তু বিএনপি দুই বছর আগে থেকে বলছে। বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে। ৩১ দফা তারই প্রমাণ। গত ৩-৪ মাস সংস্কারের যে কথা বলছে। তার সবকিছুই ৩১ দফার মধ্যে রয়েছে। এই ৩১দফা শুধু বিএনপি’র নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সকল দলের।

তিনি বলেন, ৩১ দফা সফল করতে যে কোন মূল্যে জনগনের সমর্থন রাখতে হবে। দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে। কিভাবে জনগনকে পাশে রাখবেন। সব কিছুর লক্ষ্য হচ্ছে জনগনের সমর্থন আমাদের পক্ষে রাখা। একইসাথে আমাদের পরিকল্পনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। ৩১ দফার সকল কিছু জনগনের মাঝে নিয়ে যেতে হবে। জনগনের ঘরে ঘরে পৌছে দিতে হবে। একইসাথে আমাদের প্রতি জনগনের আস্থা যে কোন মূল্যে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকে ছিলেন, তার থেকে সহজ হবে এই কাজটা জনগনের ঘরে পৌছে দেওয়ার জন্য। এতো কঠিন পথ যদি আপনারা পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন। তাহলে একটু কষ্ট করলেও ৩১ দফা আমরা জনগনের মাঝে নিয়ে যেতে পারি। এই কাজ আপনারা খুব সহজের সকলকে সাথে নিয়ে করতে সক্ষম হবেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীর যোগ্যতা ও মর্যাদা আরও বৃদ্ধি করা উচিৎ। এটি সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত। খালেদা জিয়া ক্ষমতায় এসে নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড তৈরি করবো। প্রান্তিক মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে মিনিমাম সহযোগিতা করার চেষ্টা করবো। এটি সব শ্রেণি পেশার মানুষ পাবে।

ফ্যামিলি কার্ডটি পরিবারের মা বা স্ত্রীর নামে দেওয়া হবে। এরমাধ্যমে তার মর্যাদা বাড়বে। আর যে অর্থ শাস্রয় করবে সেই অর্থ সন্তানের স্বাস্থ্য ও লেখাপড়ায় ব্যয় করবে। এতে ভবিষ্যৎ সুন্দর একটি প্রজন্ম তৈরি হবে। সঞ্চিত অর্থ ৫ থেকে ১০ বছর পর তার অর্থনৈতিক শক্তি সৃষ্টি হবে। এতে পরিবারে তার আত্মমর্যাদা বাড়বে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে বৃক্ষরোপন, নদী ও খাল খনন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলায়ও এগিয়ে নেয়া হবে। এছাড়া তিনি ৩১ দফার বিভিন্ন বিষয় তুলে ধরেন নেতাকর্মীদের কাছে।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য। বিশেষ কোন ব্যক্তির জন্য নয়। দেশের সম্পদ কিভাবে কাজে লাগানো যায় সেটি আমরা চেষ্টা করবো।

বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রশিক্ষক ছিলেন বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন প্রমুখ।

বিভাগীয় এ কর্মশালায় খুলনা অঞ্চলের ১০টি জেলা ও একটি মহানগরের এগারোটি ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দিনভর স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। সমাপনী পর্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের দিক-নির্দেশনামুলক বক্তব্য শুনে জেলা-উপজেলা-ইউনিয়নের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

এ ইসলাম/টাঙ্গন টাইমস

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com