পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে তিনদিন ব্যাপী তারুন্যের উৎসব মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপরে কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন স্কুল কলেজের ৩২টি বিজ্ঞান ষ্টল সম্বলিত প্যান্ডেলের ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড খালিদ বিন মনছুর ও মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম।
মেলাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন। মেলায় উপজেলার উল্লেখযোগ্য স্কুল কলেজগুলোর শিক্ষার্থীদের দ্বারা পদার্থ রসায়ন বায়োলজি ফুড ও ইলেকট্রিক্যাল বিভাগের পাঠ্য থেকে আবিস্কৃত ইভেন্ট প্রদর্শন করা হয়।
উপজেলা অফিসারের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তাগণ মেলা ঘুরে ঘুরে ষ্টলগুলো পরিদর্শন করেন।মেলায় শিক্ষার্থী শিক্ষক ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তিনদিনই মেলা খোলা থাকবে জানানো হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/