• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপির সামনে ২৫ বস্তা সরকারি চাল জব্দ প্রেসক্লাব পার্বতীপুরের সভাপতি শামসুল হুদা-সম্পাদক হাবিব ঠাকুরগাঁওয়ে বৌমাকে হত্যার অভিযোগে শ্বশুর গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সরকারি দুই কর্মকর্তা আটক বড়পুকুরিয়া কোল মাইনং কোম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি কাশেম শিকদার সম্পাদক জাহাঙ্গীর দুই শতাধিক এতিম শিশুকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনের ব্যতিক্রমী উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৪ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী যুবদলের পরিচ্ছন্নতা অভিযান নারী ও শিশু নির্যাতন রোধে ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিতের দাবীতে ব্লাস্ট ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত, আহত-২

নারী ও শিশু নির্যাতন রোধে ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিতের দাবীতে ব্লাস্ট

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

টাঙ্গন ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও ধর্ষণ বিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ প্রতিবাদ না করতে দেয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও ঘটনাগুলো সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি ও ভুক্তভোগী ব্যক্তির নিরাপত্তার জোর দাবী জানাচ্ছে ব্লাস্ট।

একই সাথে নারী নির্যাতনের ঘটনা রোধ এবং নারীদের স্বাধীন চলাফেরা এবং সিদ্ধান্ত নেয়ার অধিকার রক্ষার জাতীয় সংলাপ এবং উদ্যোগ গ্রহণের দাবী জানাচ্ছে ব্লাস্ট।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, অপহরণ, শারীরিক নির্যাতন ও অনলাইন সহিংসতার ঘটনা উঠে এসেছে, যা সমাজে নারীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

ভুক্তভোগীদের প্রতি বিদ্যমান সামাজিক দৃষ্টিভঙ্গি যেমন, চরিত্রহনন ও ভিকটিম ব্লেমিং (ভুক্তভোগী দোষারোপ) বন্ধ করা, পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ব্লাস্ট দাবি জানাচ্ছে যে, দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী ব্যক্তিদের জন্য মানসিক ও আইনি সহায়তা এবং পুনর্বাসনের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন।

এভাবে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাংলাদেশের সংবিধান, বিদ্যমান আইন বিশেষত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩); শিশু আইন ২০১৩, দণ্ডবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ নির্যাতন প্রতিরোধের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডো) অনুসারে নারীর সমতা, ব্যক্তি স্বাধীনতা, চলাফেলার স্বাধীনতা এবং বাক স্বাধীনতা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ধর্ষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির সুরক্ষা নিশ্চিতকরণে ধর্ষণ আইন সংস্কার জোটের পক্ষ থেকে সমসাময়িক ও বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে পরিমার্জিত রূপে দাবীসমূহ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

এ প্রেক্ষিতে, ব্লাস্ট বিশ্বাস করে, শিশু আছিয়াসহ সকল নির্যাতিত নারীর প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে, কেবল শাস্তির দাবি নয়, বরং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বৈবাহিক ধর্ষণকে আইনের আওতায় আনা, ভুক্তভোগীদের মানসিক ও আইনি সহায়তা জোরদার করা, এবং সহায়তা কেন্দ্র ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ঙঈঈ) সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com