খুলনা ব্যুরোঃ খুলনা লবণচড়া থানার সাথী বুনিয়া এলাকা থেকে ৫৮ কেজি গাঁজাসহ অলি ও স্বপন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশী চালায়। এ সময় মোঃ আলী গাজী ও মোঃ স্বপন কে ৫৮ কেজি গাঁজা সহ আটক করে।
আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানার কেশবপুর গ্রামের মৃত: জয়নাল গাজীর ছেলে অলি গাজী (৩৯)। অপরজন হলেন মুন্সিগঞ্জ সিরাজদিখান উত্তর রাঙ্গাবালী গ্রামের মৃত: সেকেন্দার আলী মোঃ স্বপন (৪১)।
লবণচরা থানা পুলিশ জানায়, মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/