পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই ভিক্ষুককে পূনর্বাসন করা হয়েছে। পূনর্বাসিত ভিক্ষুকদের মালামালসহ মনোহারি টিনের দোকান উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (১৩ জুন) উপজেলা সমাজসেবা অফিস চত্বরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে ওই ২ ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেন, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার প্রমুখ।
দোকান পেয়ে ৫ নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দার পোদ্দার পাড়া গ্রামের সমবারুর স্ত্রী কল্যাণী রায় বলেন, আগে ভিক্ষা করে খেতাম এখন আর তা করতে হবে না। এখন সরকার স্যারদের মাধ্যমে দোকান দিয়েছে এই দোকান করে চলবো।
পার্বতীপুর পৌর এলাকার বাবু পাড়ার মোঃ আনছার আলী বলেন, দীর্ঘদিন ধরে ভিক্ষা করছি এখন আর তেমন ভিক্ষা করতে পারিনা। দোকানটা পেয়ে আমি অনেক খুশী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ত্যাগস রায় বলেন, ‘সরকারের একটি লাক্ষ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা। এরই অংশ হিসেবে ২ জন ভিক্ষুককে ৫৩,৫০০ টাকা মূল্যের দোকানসহ মালামাল দিয়ে পুনর্বাসিত করা হলো।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/