ঠাকুরগাঁ প্রতিনিধি :দ্বিতীয় দিনের মত ২ দফা দাবিতে ঠাকুরগাঁয়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। ফলে ভোগান্তিতে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা সেবা গ্রহীতারা।
মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে সদরের জগন্নাথপুওে ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় কর্মবিরতি শুরু করেন জেলার সকল অফিসের ৬ শতাধিক কর্মকর্তা কর্মচারী।
সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রধান দাবী পল্লীবিদ্যুৎ সমিতি ও পল্লীবিদ্যুতায়ন বোর্ডে ভিন্ন সাভির্স কোড বাতিল করা ও নিম্নমানের মালামাল সর্বরাহ বন্ধ করা।
দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
এর আগে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারিরা কর্মবিরতি পালন করলে,পল্লী বিদ্যুতায়ন বোর্ডেও আশ্বাসে তারা কর্মে যোগদান করেছিল।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/