ঠাকুরগাঁও প্রতিনিধি : সমাজে অবহেলিত নিষ্পেষিত হরিজন সম্প্রদায়ের কয়েকটি পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পরিহাসসহ তাদের জীবন সংগ্রামকে উপজীব্য করে ঠাকুরগাঁওয়ে নির্মিত ‘বাবুলাল’ নাটকের দুই দিনব্যাপী মঞ্চায়ন হয়েছে।
“আছি মোরা সবখানে আছি মোরা সৃষ্টিতে আর উন্নয়নে” -এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ও শুক্রবার (৬ ফেব্রুয়ারী ও ৭ ফেব্রুয়ারী) রাতে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলার অন্যতম নাট্য সংগঠন, ‘শাপলা নাট্য গোষ্ঠী’র প্রযোজনায় নাটকটি উপভোগ করেছেন বিপুল সংখ্যক দর্শক।
সদর উপজেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় আয়োজিত নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, শিক্ষাবীদ মোঃ জালাল উদ দিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রশিদ আলম প্রমুখ।
নাটকটি জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শাপলা নাট্য গোষ্ঠীর ৪৫তম প্রযোজনা। নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন মোহাম্মদ শাহিন। নাট্যানুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনে সভাপতি ফজলে এলাহী মুকুট চৌধুরীর ও সার্বিক তত্ব্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস, এম জসিম।
নাটকের বিভিন্ন চরিত্রে রুপদান করেছেন, মো: এজাবুল, নাসিমা আক্তার,হামিদুর রহমান আজাদ, আব্দুর রাজ্জাক জীবন, হুমায়ুন কবীর বাবু,কাশমিরা ইসলাম শারমিন, ওমর ফারুক, আবু ছালাম, উত্তম বিশ^াস, শান্তি হোসেন, মীর রেজাউল জিসান ঢালি, ইশরাত জাহান, ইসমাইল হোসেন, জুলফিকার আলী, ফিরোজুল হক শিমুল, আব্দুল্লাহ আল মামুন ও এস, এম জসিম।
নাটকের মঞ্চ সজ্জায় ছিলেন, রেজাউল করিম রেজা, রুপ সজ্জায় ফিরোজুল হক শিমুল, আলোক প্রক্ষেপনে নূরে আলম উজ্জল, সঙ্গীত প্রয়োগে বাবুল হোসেন, মিলন ও অপুর্ব, পোষ্টার ডিজাইনে কাদিমুল ইসলাম যাদু, অতিথি অভ্যর্থনায় মাশরেকুল আরেফিন, শহিদুল ইসলাম, আতিকা ইসলাম রিতু ও ইসরাত জাহান লিমা।
নাটকটি মঞ্চ নাটকের পুরনো স্লোত ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসকসহ মুগ্ধ দর্শক স্রোতারা!
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/