পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : চতুর্থ ধাপের ৫ জুন আসন্ন পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আমিনুল ইসলাম তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (১৯মে) বিকেল দিনাজপুর জেলা রিটার্নিক কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন । এ তথ্য নিশ্চিত করেন পার্বতীপুর নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান বসুনিয়া।
প্রত্যাহারের কারন জানতে চাইলে তিনি বলেন, দলের হাই কমান্ডের নির্দেশ মেনেই এটা করা হয়েছে। এখন চেয়ারম্যান পদে প্রাথী সংখ্যা দাড়ালো ৪ জন। তারা হলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা জাতীয় পাটির সভাপতি কাজী আব্দুল গফুর, সাংবাদিক আতিকুর রহমান আতিক ও ব্যাবসায়ী হজ্জাজুল হক।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন চলমান আমিরুল মোমেনিন মোমিন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও গবেষনা বিষয়ক সম্পাদক শফিকুর রায়হান নেতা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন ও চলমান ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/