ডেস্ক রিপোর্ট : শুধু একটি নির্বাচনের জন্য এতো গুলো মানুষ শহীদ হয়নি। কেবলমাত্র ভোটের জন্য ২ সহ¯্রাধিক শহীদ প্রাণ দেননি, ২০ হাজারের বেশি মানুষ আহত হননি। আমাদের স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া রাষ্ট্র সংষ্কার জরুরী বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলা গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলা গুলোতে উন্নয়ন কার্যক্রম করা হবে । বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি।
সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে জড়িতের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে।
গণ-অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সাথে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব।
এসময় মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
এরপর তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী (চৌরঙ্গী) থেকে কালির হাট রাস্তার ৮৫০মি: চেইনেজে তীরনই নদীর উপর ১২০মি: আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলার আমীর(সাবেক) বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুল হাকিমসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/