পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারকোনা আদিবাসী পাড়ার বারকোনা মাঠে ১৬৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিতন করা হয়েছে।
রোববার (৩০জুন) সকাল ১১টার দিকে বারকোন আদিবাসী যুব সংঘের আয়োজনে আইসিডি ট্রেনিং সেন্টারের সামনে এ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, পুষ্প অর্পণ ও শহীদদের উদ্দেশ্যে প্রার্থণার আয়োজনসহ নানা কর্মসূচী পালন করা হয়।
এতে প্রায় ৫’শতাধিক সাঁওতাল আদিবাসি নারী-পুরুষ ও শিশু অংশ নেয়।
রালী শেষে বারকোনা মাঠে সিধু কানু চান্দু ভাইরো স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ করেন তারা। পুষ্প অর্পণ শেষে শহীদের উদ্দেশ্য ১মিনিটের নীরবতা পালন করা হয়। এসময় শহীদদের উদ্দেশ্যে প্রার্থনাও করেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিনোদ টুডু, মিকাইল টুডু,স্বাধীন সরেন. মারকুস মাডি. ডিলিয়ন সুকুমল হাসদা ও মারকুস মার্ডি প্রমূখ।
বক্তাগণ আগামীতে সকলকেই সাঁওতাল বিদ্রোহ দিবসে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
দুপুর ১২টার দিকে সকল কর্মসুচীর শান্তিপূর্ণ সমাপ্তি ঘোষনা করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/