খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ভিসি, প্রো-ভিসি’র অপসারণের দাবিতে টানা ৩য় দিনে আন্দোলন অব্যাহত আছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘ছবিতে প্রতিবাদ, দাবিতে ঐক্য’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কুয়েট কর্ণারে এই কর্মসূচি পালন করে। ১৮ ফেব্রুয়ারী ক্যাম্পাসে সংঘর্ষ ঘটনার ও কর্মসূচী পালনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয় কর্ণারে। শিক্ষার্থীরা দুপুর থেকেই সেখানে ভিড় করতে থাকে ছবি দেখার জন্য।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বলেন, সংঘর্ষের ঘটনার দিন ভিসি ছাত্রদের নিরাপত্তায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি। যে কারনে তারা ভিসির আওতায় আর কোন ক্লাস করতে রাজি নয়। এই জন্যই তারা কুয়েটের ভিসি প্রফেসার ড. মোহাম্মদ মাছুদ প্রো ভিসি প্রফেসার ড. শেখ শরীফুল আলম ও ছাত্র-কল্যাণ বিষয়ক পরিচালকের অপসারনের দাবি করেন।
৬ দফা দাবি পুরোপুরি বাস্তবায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসবে না। আন্দোলনরতদের অভিযোগ, ক্যাম্পাসে এখনও সাধারন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে যারা ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ম্যাচে অবস্থান করছে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/