পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মোল্লাপাড়ায় সবজি চাষের আড়ালে উৎপাদন হচ্ছে হেরোইন ও আফিম তৈরীর উপাদান পপি।
শুক্রবার (২৮ফেব্রুয়ারী) পলাশবাড়ী ইউনিয়নের মকবুল হোসেন (৪৫) নামে ওই কৃষকের আলু চাষের জমিতে অভিযান চালায় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর সহকারী কমিশনার ভূমি খালেদ বিন মনছুরের নেতৃত্বে অভিযান চালায় দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এ সময় কফি চাষের মুল হোতা মকবুল হোসেন ধরা ছোয়ার বাইরে থাকলেও তার আলু ক্ষেতের জমিতে পপি চাষের বেশ কিছু উপাদান সহ উৎপাদিত পপির চারাগাছ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি প্রকাশ পেলে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন জন্ম দিয়েছে। তবে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ব্যাপারে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/