টাঙ্গন ডেস্ক : ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক উত্তর বাংলা ও দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক শাহীন ফেরদৌস শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর ঠাকুরগাঁও ডায়াবেটিকস হাসপাতালের সামনে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মুন্সীপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রথম জানাজার নামাজে ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজপাড়া ডায়াবেটিক হাসপাতালের সামনে দ্বিতীয় জানাযা শেষে মুন্সিপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্যসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শাহীন ফেরদৌস দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/