• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি তদন্তে, কর্মকর্তা নিয়োগ ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু আদিবাসীদের নিয়ে দিনব্যাপী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত সাংস্কৃতিক চর্চার আরেক প্রাণ পুরুষ রবিউল আজম ঠাকুরগাঁয়ে একটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন বন্যার্তদের ৪ লাখ টাকা দিলেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা খুলনা জুট ওয়ার্কার্স ইনষ্টিটিউটের সম্পত্তি  রক্ষায় সভা অনুষ্ঠিত এমপি’র ছোঁয়ায় শত কোটি টাকার মালিক মুক্তা রাণী ! বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণপূর্বক পুনর্বাসনের আহবান কৃষি উপদেষ্টার শত কোটি টাকার মালিক কে এই ন্যাংড়া স্বপন !

শ্বেতপদ্ম রিসোর্টের নির্মাণকাজ বন্ধ; লিখিত পত্রের অপেক্ষায় !

Reporter Name / ৫৩২ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ : অবশেষে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী ব্রিজের নিচে শ্বেতপদ্ম নামে রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ এবং বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ওই রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেয় প্রশাসন।

অভিযোগে জানা গেছে, টাঙ্গন নদীর উপর ফেসরাডাঙ্গী ব্রীজ সংলগ্ন ৯ একর জমির উপর ১০ কোটি টাকা ব্যয়ে ব্যক্তি মালিকানা উদ্যোগের এ রিসোর্টটি নির্মাণ করা হচ্ছে। আর সে কারণে এলাকার জমি, ফসল, বসতভিটা রক্ষার দাবি জানিয়ে স্থানীয়রা গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংসদ সদস্য, জেলা প্রশাসক, পানি উন্নয়ণ বোর্ড, উপজেলা প্রশাসন ও এলজিইডিসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেন।

অন্যদিকে, প্রকল্প শুরুর আগে নদীর সীমানা ম্যাপযোগে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছিলেন রিসোর্ট কর্তৃপক্ষ। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মাহবুবর রহমানের নির্দেশে একটি কমিটি গঠন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কয়েকদিন পর ওই কমিটি জেলা প্রশাসক বরাবরে একটি প্রতিবেদনও দাখিল করেন। কিন্তু কমিটির প্রতিবেদন জমা দেয়ার আগেই রিসোর্ট নির্মাণের কাজ শুরু করেন উদ্যোক্তারা।

আরও পড়ুন: টাঙন পাড়ে রিসোর্ট, নদীর গতিপথ পরিবর্তনের শঙ্কা !

গঠিত কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, রিসোর্ট কর্তৃপক্ষ যেভাবে মাটি ভরাট করেছেন তাতে ফেসরাডাঙ্গী ব্রিজের বারোটি স্প্যানের মধ্যে উভয় পাশের সাতটি স্প্যানের মুখ বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে নদীর তীরে ভাঙ্গন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এরপর গত ১৩ ফেব্রুয়ারি নদীর সীমানা নির্ধারণে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে রিসোর্ট কর্তৃপক্ষ। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের নির্দেশে একটি কমিটি গঠন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে ওই কমিটি জেলা প্রশাসক বরাবরে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করে। সেই অনুসারে রিসোর্ট নির্মাণের কাজ বন্ধ করে দেয় প্রশাসন।

এ বিষয়ে শ্বেতপদ্ম রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন কামাল বলেন, আমি যে জমিতে রিসোর্টটা তৈরি করতে চাই সেটা আমার নিজের জমি। সরকারের জমির ওপর আমি রিসোর্ট করছি না। মৌখিকভাবে আমাকে বলা হয়েছে, সেই জন্য গত ১৫ ফেব্রুয়ারি কাজ বন্ধ রেখেছি। লিখিত কোন কাগজ হাতে পাইনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/