টাঙ্গন ডেস্ক: লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরে আসার জন্য বাংলাদেশ দূতাবাসে আবেদন করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চতুর্থ দফায় ৩০ জনের একটি দল আগামীকাল রোববার, ২৭ অক্টোবর, বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে। বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ফ্লাইটটি ২৯ অক্টোবর সোমবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দূতাবাস সূত্রে জানা যায়, দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশিদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। দূতাবাস সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য নিবন্ধনের আহ্বান জানায়।
এর আগে, ২১ অক্টোবর থেকে শুরু করে তিন দফায় লেবানন থেকে ১৫০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ৩০ জন ফিরলে মোট সংখ্যা দাঁড়াবে ১৮০ জনে। প্রথম দফায় ২১ অক্টোবর ৫৪ জন প্রবাসী দেশে ফিরে আসেন। দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর দুই নবজাতকসহ মোট ৬৫ জন এবং তৃতীয় দফায় ২৬ অক্টোবর ৩১ জন বাংলাদেশি জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছান।
লেবাননে চলমান সংঘাতের কারণে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে। দেশে আগমনের পর তাদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।
লেবাননে প্রায় ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ১৮০০ জন দেশে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। পরিস্থিতি বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লেবানন থেকে প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তনে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সূত্র: ২৬ অক্টোবর, ২০২৪ (বাসস)
এ রাজা/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
Ümraniye süpürge bakımı garantili Arıza tespiti hızlıydı, süpürgem aynı gün teslim edildi. https://social.web2rise.com/read-blog/4138