• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

নারী দিবস: অতিরিক্ত ডিআইজি শম্পা’র সাফল্যময় জীবন

Reporter Name / ৭৮২ Time View
Update : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

লিয়াকত হোসেন, খুলনা ব্যুরোঃ পুরুষতান্ত্রিক সমাজের নানা প্রতিবন্ধকতা দূর করে উন্নত দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন নারী পুলিশ সদস্যরা। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত নানা পর্যায়ে সফলতার সঙ্গে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন খুলনা সিআইডি’র অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন।

শম্পা ইয়াসমীন গেল বছরের ১০ অক্টোবর সিআইডি খুলনা মেট্রোপলিটন পুলিশে বিশেষ পুলিশ সুপার পদে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তার কর্মক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালের ৬ নভেম্বর অতিরিক্ত ডিআইজি পদে পদ্দোনতি লাভ করেন। তিনি খুলনা সিআইডিতে যোগদানের পর থেকে বিভিন্ন আলোচিত ও চাঞ্চল্যকর মামলার রহস্যের উদঘাটন, মামলা তদন্তের অগ্রগতি, দীর্ঘদিনের মুলতবি মামলা নিস্পত্তিসহ অন্যান্য মামলার তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় বহুল আলোচিত কেএমপি দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করার মামলার বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সিআইডি খুলনা মেট্রোপলিটন পুলিশকে তদন্তের নিদের্শ দেয়, সেই মামলার তদারকি করেন শম্পা ইয়াসমীন।

শম্পা ইয়াসমীনের দিকনিদের্শনা তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ রবিউল ইসলাম মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করেন। মামলাটি তদন্তকালে শম্পা ইয়াসমীন তদন্ত কর্মকর্তাসহ সিআইডির এক বিশেষ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীসহ স্থানীয় জনসাধারনের সাথে মামলার বিষয়ে কথা বলেন। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্তের প্রেক্ষিতে মামলায় গ্রেফতারকৃত ৬ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান এবং মিথ্যা মামলা করার দায়ে বাদী আদুরী আক্তার (২২), ভিকটিম রহিমা বেগম (৫২) এবং বাদীর বোন মরিয়াম আক্তার @ মরিয়াম মান্নান (২৪) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আলোচিত ইতালী প্রবাসীর স্ত্রী অপহরণের ঘটনায় কেএমপি এর সোনাডাঙ্গা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার  বাদীর আবেদনের প্রেক্ষিতে ৪ মাস পর খুলনা সিআইডিকে তদন্তের দায়িত্ব প্রদান করা হলে দায়িত্ব পাওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সিআইডি খুলনার অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন এর দিক নিদের্শনায় তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নজরুল ইসলাম চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মামলার মূল আসামি মোঃ রুবেল হাওলাদার (৩৩) কে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি রুবেল হাওলাদার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইতালি প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী ভিকটিমকে অপহরণের কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি সিআইডি খুলনার একটি চৌকস টিমের সহযোগীতায় ঢাকা থেকে ভিকটমকে উদ্ধার করা হয় এবং ভিকটিমের ব্যবহৃত কিছু স্বণালঙ্কার ঢাকা সহ বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়।

এছাড়া কেএমপি এর হরিণটানা থানার দলিল, এনআইডি কার্ড জালজালিয়াতি ও প্রতারনার মামলায় বিজ্ঞ আদালত সিআইডি খুলনাকে তদন্তের নির্দেশ প্রদান করলে তার সার্বিক দিক নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অমিতাভ সন্যাসী তথ্যপ্রযুক্তির সহয়তায় ৩ আসামী খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ফেব্রুয়ারি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত ২ আসামীকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। দলিল, এনআইডি কার্ড জালজালিয়াতি ও প্রতারনার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও মামলার মূল রহস্য উদঘাটনের জন্য সর্বাত্বক প্রচেষ্টা অব্যহত আছে।

পাশাপাশি কেএমপি এর খানজাহান আলী থানায় দায়ের চুরির মামলায় বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে খুলনা সিআইডিকে তদন্তের দায়িত্ব প্রদান করা হলে সিআইডি খুলনার অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন এর সার্বিক দিক নির্দেশনায় ও নিবিড় তদারকিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ সাইফুল ইসলাম মোটর সাইকেল চুরির সাথে জড়িত চোর চক্রের ৩ সদস্যকে খুলনা, গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোর চক্রের ৩ সদস্যের মধ্য হতে ২ জনকে মামলার ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দী বিজ্ঞ আদালতে প্রদান করেছে। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক চোরাই মোটর সাইকেল উদ্ধারের জন্য সর্বাত্বক প্রচেষ্টা অব্যহত আছে।

তাছাড়া হরিণটানা থানার আলোচিত রাজা হত্যা মামলার তদন্তের দায়িত্ব বিজ্ঞ আদালত সিআইডি খুলনাকে প্রদান করলে অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন তদন্ত কর্মকর্তা এসআই (নি:) সৈয়দ জুবায়ের হোসেনসহ সিআইডির বিশেষ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীসহ স্থানীয় জনসাধরনের সাথে মামলার ঘটনার বিষয়ে কথা বলেন। মামলার ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার ও মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে ব্যাপক প্রচেষ্টা অব্যহত রয়েছে।

অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনের বলিষ্ঠ নেতৃত্বে বিভিন্ন মামলার সঠিক ও বস্তুনিষ্ঠ তদন্তের নিশ্চয়তায় কাজ করে চলেছে সিআইডি খুলনা মেট্রো ও জেলার প্রতিটি সদস্য।

পুলিশ কর্মকর্তা শম্পা ইয়াসমীন বলেন, এ পেশা অন্যান্য পেশার চেয়ে ভিন্নতর। কাজের ধরনও ভিন্ন। যে সব নারী পুলিশে যোগদান করেন, তারা এই মানসিকতা নিয়েই আসেন যে, তাদের চ্যালেঞ্জ নিতে হবে। আসার পর এসআই এবং এএসপিদের এক বছরের একটি প্রশিক্ষণ নিতে হয়, কনস্টেবলদের ছয় মাসের। এ ট্রেনিং পুরুষের মতোই। পেশাগত কাজে এখন নারীর তেমন সমস্যা হয় না।

তিনি আরও বলেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নামে আমাদের একটি সংগঠন আছে। এখানে আমাদের একটি হটলাইন নম্বর রয়েছে। যদি কোনো নারী সদস্য কর্মক্ষেত্রে হয়রানির সম্মুখীন হন, সঙ্গে সঙ্গে হটলাইনে ফোন করে জানান। এরপর যথাযথ ব্যবস্থা নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইন প্রয়োগকারি সংস্থা বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯৭৪ সালে ১৪ জন কনস্টেবল নিয়ে পুলিশ বাহিনীতে নারী পুলিশের যাত্রা শুরু হয়। এখন পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা ১৩ হাজার ৩২৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com