• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বন্ধু’র সাথে বান্ধবীর ইয়েমেনে ইসরাইলি হামলা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রধান নিরাপদ আছেন পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হিলিতে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারকে জিরো টলারেন্স নীতিতে আসার আহবান-হাসনাত সচিবালয়ে আগুনের বিষয়েটিতে ষড়যন্ত্র আছে-সারজিস আলম স্বৈরাচার দেশকে অস্থির করতে নানা কর্মকান্ড চালাচ্ছে-ডা. শফিকুর ভূল্লীতে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ গ্রাহক সেবার মান উন্নয়নে ঠাকুরগাঁওয়ে নেসকো’র গণশুনানি সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারকে জিরো টলারেন্স নীতিতে আসার আহবান-হাসনাত

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসরদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব দেয়ার জন্য। কিন্তু সুশীলগিরি দেখিয়ে সরকার সেটি না করার পরিণতি গতকাল রাতে আমরা পেলাম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, “সরকারের কাছে অনুরোধ, সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন। স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান। দেশের জনগণকে বাঁচান।

অন্তর্র্বতীকালীন সরকারকে “দুই হাজার মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় বসা সরকার” উল্লেখ করে তিনি আরও বলেন, “এই সরকার সুশীলতার মধ্যে দিয়ে আসেনি, এসেছে দুই হাজার শহীদ এবং ৩০ হাজার আহত ভাই বোনের রক্তের উপর দিয়ে। সেই রক্তের সাথে আপোষ করার কোন সুযোগ নেই।”

“আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি একটা নতুন বাংলাদেশের জন্য, প্রশাসনলীগের হুমকি আর আগুন দেখার জন্য নয়। সরকারের কাছে অনুরোধ এদের হাত থেকে প্রশাসন মুক্ত করেন। যদি না করেন তবে গণভবন আর আদালতের মত সচিবালয় কেমন করে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতার খুব ভালো করেই জানা আছে,” তিনি যোগ করেন।

এই ফেসবুক পোস্টে তিনি সময় টেলিভিশনে কর্মরত পাঁচ গণমাধ্যমকর্মীর একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে কিছু কথা বলেন।

“প্রথমে জুডিসিয়াল ক্যু’র চেষ্টা করা হলো। ছাত্ররা মাঠে নেমে সেটা রুখে দিলো। লীগ যখন আনসার হয়ে ফিরে আসছিলো, এই ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। এনসিটিবিতে বই না ছাপিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হলো, সেটাও ছাত্ররা প্রতিহত করলো। এখন যখন স্বৈরাচার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়া সময় টিভি’র ক্যু রুখে দেয়ার জন্য ছাত্ররা এগিয়ে আসলো, তখনই চারদিকে শুরু হলো সুশীলদের আহাজারি,” বলেন তিনি।

মি. আব্দুল্লাহ বলছেন, “আমরা বারবার বলেছি যে আমরা কোন সাংবাদিকদের লিস্ট দেইনি। অথচ এরপরেও পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়ারা ক্যু করলো।”

সময় টিভি যুগের পর যুগ বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর “ক্যারেকটার এসাসিনেশন করেছে, শহীদ আলিফকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, জুলাই আন্দোলনকে টেরোরিস্টদের উত্থান বানিয়ে হাসিনার ছাত্র হত্যাকে নর্মালাইজ করেছে, ২১শে অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে, বিএনপির প্রতিষ্ঠাকে ডিলেজিটিমাইজ করার অ্যাটেম্পট নিয়েছে” বলে দাবি করেন তিনি।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com