ঠাকুরগাঁও প্রতিনিধি : আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) এর হারভেস্ট প্লাস গ্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্পের উদ্যোগে ঠাকুরগাওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে জিংক সমৃদ্ধ ধান ও গমসহ অন্যান্য ফসলের বিস্তার বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) ঠাকুরগাও আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, আরডিআরএস বাংলাদেশ-এর কৃষি ও জলবায়ু পরিবর্তন বিভাগের টিম লিডার ড. এ কে এম সালাহ উদ্দিন ।
এ প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রংপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. রকিবুল হাসান।
এ সময় প্রশিক্ষণের উদ্দেশ্য ও হারভেষ্টপ্লাস এর পটভুমি ও প্রকল্পের কার্যপ্রণালী আলোচনা করেন, হারভেষ্টপ্লাসের সীড সিষ্টেম ও মার্কেটিং এর কো- অর্ডিনেটর মজিবর রহমান ও আরডিআরএস-এর কৃষিবিদ রবিউল আলম।
আরডিআরএস ঠাকুরগাঁও আয়োজিত এ প্রশিক্ষণে জেলার হরিপুর ও বালিয়াডাংগী উপজেলার মোট ২৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে ধারণা প্রদান করা হয়। এসময় অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণে স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সঠিকভাবে কাজে লাগাবেন বলে দৃঢ়তা প্রকাশ করেন।
উল্লেখ্য, রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পের হারভেস্ট প্লাসের কার্যক্রমগুলো আরডিআরএস ও ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্ট প্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে।
বায়োফর্টিফিকেশন প্রমাণ ও প্রযুক্তি খাতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে। হারভেস্ট প্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুরের সম্প্রসারণ ও অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/