• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

স্লট বুকিং বন্ধের কারনে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি আজ থেকে বন্ধ রয়েছে। সোমবার (২ ডিসেম্বর) অনলাইনে আলুর স্লট বুকিং বন্ধ করায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশ করে নাই। এর আগে ১ ডিসেম্বর রবিবার পূর্বের স্লট বুকিং করা ৬ ট্রাক আলু আমদানি হয়েছে এমন টায় বলেছে হিলি বন্দরের আমদানিকারকরা।

পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির উপরে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় পূর্বে এলসি করা আলু আমদানি হচ্ছে। রবিবার ছয় ট্রাক আলু আমদানি হয়েছে। তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। এদিকে ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহবান জানানো হয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক, নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদারি করেন আমদানি কারকরা।
আজ (সোমবার) ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন যতদিন ভারতে স্লট বুকিং চালু হবেনা ততোদিন ভারত থেকে আলু আমদারি বন্ধ থাকবে । ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকলে খুচরা বাজারে দামের কিছুটা  প্রভাব পরবে। ভারত থেকে আলু বন্ধের পরে কিছুটা প্রভাব পড়লেও কয়েক দিন পরে দেশি  আলু উঠতে শুরু করবে । দেশী আলু উঠা শুরু করলে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।

হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল বলেন, এমন পরিস্থিতিতে বন্দরের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। এদিকে পূর্বের এলসি করা ডাইমন আলু বন্দরে ৫১ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।আর ইস্টিক আলু প্রতিকেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬১ টাকা দরে। আমাদের অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই আলু আমদানির জন্য এলসি (ঋণপত্র) করে রেখেছেন। ভারত থেকে আলু আমদানি বন্ধ হলে আমদানিকারকরা যেমন ক্ষতি গ্রস্থ হবেন পাশাপাশি খুচরা বাজারে দাম বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, পশ্চিমবঙ্গ সরকার অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় আলুবাহী ট্রাক আজ বাংলাদেশে প্রবেশ করছে না। এতে ব্যবসায়ীরা একদিকে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে দেশে আলুর বাজারেও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। গতকাল পূর্বের স্লট বুকিং দেওয়া ৬ ট্রাক ভারতীয় আলুবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বন্দরে আসা সকল কাঁচাপণ্য দ্রুত ছাড়করণে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। গত শনিবার ও রোববার দুই দিনে হিলি বন্দর দিয়ে ভারত থেকে ৩২ ট্রাকে ৯২৩ মেট্রিকটন পেঁয়াজ এবং শনিবার (৬০) ও রবিবার(৬) মোট ৬৬ ট্রাকে ২ হাজার ৩৫ মেট্রিকটন আলু আমদানি করা হয়েছে।

মোঃ লিখন/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com